চ্যানেল বি প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর-এর সহসভাপতি হিসেবে ইফতি খায়রুল আলমকে (রনি চৌধুরী) মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তরের সভাপতি-সাধারণ সম্পাদক সাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্র রাজনীতিতে যোগ দেন ইফতি খায়রুল আলম (রনি চৌধুরী)। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতির পদ পাওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে সকলের দোয়া ও সহযোগীতা কমনা করেন।
Leave a Reply