নগরীর কোতোয়ালী থানায় সীমানা দেয়াল ধসে দুইজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন, সালাউদ্দিন (১৮) এবং আবদুস শুক্কুর (২২)। এরমধ্যে ঘটনাস্থলে নিহত হন সালাউদ্দিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুস শুক্কুর। নিহত হওয়া দুই শ্রমিক নগরীর জুবিলি রোডে এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নির্বাচন অফিসের পাশে একটি সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় হঠাৎ দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলে সালাউদ্দীন নামে এক শ্রমিক নিহত এবং শুক্কুর নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন।
এদিকে চমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জহিরুল হক ভূইঁয়া জানান, দেয়াল ধসে আহত আবদুস শুক্কুর নামে এক শ্রমিকে চমেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Leave a Reply