পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজ (নীল দল) এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবিপ্রবিতে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট নীল দলের আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত শিক্ষকদের মধ্যে সর্বসম্মতিক্রমে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রেদওয়ানুজ্জামানকে আহ্বায়ক ও একই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাসুদ রানাকে সদস্য সচিব করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীল দলের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।
সভায় আরো সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আগামী এক মাসের মধ্যে আহ্বায়ক ও সদস্য সচিব পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবেন।
Leave a Reply