গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার এসআই শওকত এমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন হলেন- পাবনার বেড়া থানার বেতবাড়িয়া এলাকার আতিকুর রহমানের স্ত্রী বকুল খাতুন (২০) এবং বগুড়া জেলার ধনুট থানার বিশাতদিয়া এলাকার রতন মিয়ার স্ত্রী করুনা বেগম (২০)।
এসআই শওকত এমরান জানান, দুপুরে ওই দুই নারী বাইমাইল এলাকা দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় তাকাওয়া পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসআই শওকত ইমরান আরো জানান, বাইমাইল এলাকার ফাইজা পোশক কারখানায় চাকরির জন্য ওই দুই নারী ইন্টারভিউ দিতে গিয়েছিলেন।
Leave a Reply