রংপুরের তারাগঞ্জ উপজেলায় অগ্নিদগ্ধ হওয়া ফাতেমা খাতুন (৪) নামের শিশুটির মুত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৮ দিন আগে ফাতেমা তার বাড়ির পার্শ্বের একটি ছেলের সাথে পলিথিন জড়িয়ে আগুন লাগিয়ে খেলছিলো। খেলার এক পর্যায়ে হঠাৎ আগুন ছিটকে ফাতেমার শরীরে থাকা জামাতে লেগে সাথে সাথে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। এসময় সে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।
প্রথমে তাকে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাাতালে পাটিয়ে দেন। রমেকের বার্ন ইউনিটে তাকে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেন। এরপর ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হলে ৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যুবরণ করে।
ফাতেমা উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর দৌলতপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে।
Leave a Reply