স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রর্থী মো. এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি।
রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ অঙ্গীকার করেন নেতারা।
এসময় তারা রেজাউল করিমকে ফুলের নৌকা উপহার দিয়ে বরণ করে নেন। বক্তব্যে জাতীয় পার্টির নেতারা সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে চট্টগ্রামের ঐতিহ্য এবং গৌরবগাথার সঙ্গে মিশে থাকা বহদ্দার বাড়ির সন্তান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে নৌকা প্রতিককে বিজয়ী করতে কাজ করার ঘোষণা দেন।
তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও আনিসুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আবুল কালাম আজাদ, নীল কমল সুশীল ও গিয়াস উদ্দিন প্রমুখ।
Leave a Reply