চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় বহিষ্কার করা হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও সদস্য লিয়াকত আলী। একই কারণে সদস্য মজিবুর রহমান চেয়ারম্যানকে সতর্ক করা হয়েছে। দক্ষিণ জেলা বিএনপি সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পাল্টা কমিটি গঠন, সিনিয়র নেতাদের সম্পর্কে কুৎসা রটানো ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলাসহ সংগঠন বিরোধী নানান কর্মকান্ডে জড়িত ছিলেন তারা।
এ বিষয়ে গত ৬ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর তিন নেতাকে শোকজ নোটিশ দেন। শোকজ নোটিশের জবাব সন্তুষ্টজনক না হওয়ায় ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলাসহ সংগঠন বিরোধী নানান কর্মকান্ডে জড়িত থাকায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনজনকে প্রাথমিক সদস্যপদ বাতিল করে বহিস্কার করা হয়েছে।
বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় দাক্ষিণ জেলা বিএনপির তিনজনকে বহিষ্কার করা হয়েছে। দলের বিশৃঙ্খলা সৃষ্টি করায় আরেকজনকে সতর্ক করা হয়েছে।
Leave a Reply