নরসিংদী প্রতিনিধি, বশির আহম্মেদ মোল্লা: নরসিংদীর রায়পুরায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রায়পুরা উপজেলা শাখার সভাপতি প্রয়াত ইঞ্জিনিয়ার এম. এ. সাত্তারের স্মরণে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকালে নরসিংদীর রায়পুরা মেথিকান্দা প্রাথমিক বিদ্যালয় মাঠে এক স্মরন সভায় উপজেলা জাতীয় পার্টির কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতি সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলুর পরিচালনায় ইঞ্জিনিয়ার এম. এ. সাত্তারেরে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহজাহান কবির, কেন্দ্রীয় জাপার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলার জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাছেদ ভুইয়া, জেলা জাতীয় পার্টির উপদেষ্টা মোজাম্মেল হক লাভলু, প্রয়াত এম.এ. ছাত্তারের ছোট ভাই শফিকুল ইসলাম, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম (গোলাপ), নরসিংদী জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মাসুম খন্দকার সহ আরো স্থানীয় নেতৃবৃন্দগন। পরে কয়েক শতাধীক লোকের উপস্থিতিতে এক গনভূজের আয়োজন করা হয়।
Leave a Reply